
Saturday, 22 May 2010
বুদ্ধ বাণী



মানব জীবন বড়ই দুর্ল্ভ। অনেক পূণ্য প্রভাবে আমরা এই মনুষ্যজন্ম লাভ করেছি। পশু পক্ষি, গরু ছাগল কত প্রাণী এই দুনিয়ায় আছে। তাদের জ্ঞান শক্তি নেই। তারা উন্নত জীবন লাভ থেকে বঞ্চিত। তাদের সৎ কর্ম করার ক্ষেত্রও নেই।মানুষের জ্ঞান ও চিন্তা শক্তি আছে। চিন্তা শক্তি দ্বারা মানুষ ভাল মন্দ বুঝতে পারে। সৎ চিন্তা দ্বারা মানুষ নৈতিক জীবন গঠন করতে পারে। বুদ্ধ ভিবিন্ন সময় ভিবিন্ন স্থানে মানব জীবনের নৈতিক উপদেশ প্রদান করেছেন। নিম্নে কিছু উপদেশ সংক্ষেপে তুলে ধরছি...।*) আত্ননির্ভরশীল হও। আত্নপ্রত্যয়ী হও। আত্নশরণই শ্রেষ্ট...
বৌদ্ধরা কি মূ্র্তি পূজারী?


অনেকে আমাকে বলে "আপনারা মূ্র্তি পূজারী। মূ্র্তিকে পূজা করেন। মূ্র্তিতে কি আছে? আমি তাদের বলি, আমি মূ্র্তি পূজা করি না, জ্ঞানীর পূজা করি। বুদ্ধ অর্থ হল জ্ঞনী। আমিন জ্ঞানীর পূজা করি। গত রোজার সময় এক জনের সাথে এনিয়ে আমার মুদু তর্ক হয়েছিল। সে ব্যক্তি আমাকে বলে " আপনি তো মূ্র্তি পূজারী"আমি বললাম,- না আমি মোটেই মূ্র্তি পূজারী নই। সে বলে আমি তো আপনাকে প্রায় দেখি মূর্তি পূজা করতে।আমি তাখে প্রশ্ন করলামঃ- বাংলাদেশীরা কি কংক্রীট পিলার পূজারী?সাথে সাথে জানালো তা হবে কেন?আমি বললাম ঠিক কথা। বাংলাদেশীরা...
Subscribe to:
Posts (Atom)